ছাত্র জীবন কিভাবে গড়বে ছাত্র জীবন কি  ছাত্রজীবন  ও অধ্যবসায়  ছাত্র জীবনে সময়ের মূল্য লেখাপড়ার জন্য পরিবেশ  পরীক্ষায়

ছাত্র জীবন কিভাবে গড়বে ছাত্র জীবন কি  ছাত্রজীবন  ও অধ্যবসায়  ছাত্র জীবনে সময়ের মূল্য লেখাপড়ার জন্য পরিবেশ

ছাত্র জীবন সম্পর্কে কিছু কথা বার্তা 

 

ছাত্র জীবন কিভাবে গড়বে

 

Student বা একজন ছাত্রের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত। আর এই বৈশিষ্ট্য বা গুণাবলী যার মধ্যে বিদ্যমান সেই প্রকৃত ছাত্র।

 

Student (ছাত্র)

S = Study (অধ্যায়ন করা)

T =  Tendency ( যোগ প্রবণতা)

U = Unity ( একতা)

D = Discipline ( শৃঙ্খলা বোধ)

E = Energy ( শক্তি)

N = Neat Clean ( পরিষ্কার পরিছন্নতা)

T = Truthfulness ( সত্যবাদিতা)

 

 ছাত্র জীবন কি?

 ছাত্র জীবন হলো মানুষের জীবনের সর্বাপেক্ষা মূল্যবান সময়।  জ্ঞানার্জনের জন্য মূলত ছাত্র জীবন।   অধ্যায়ন এই জীবনের প্রয়োজনীয়। পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন ছাত্রজীবনকে তারা বিশেষভাবে কাজে লাগিয়েছেন।  অধ্যবসায় এবং বিদ্যা অর্জন এ জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।

 

 ছাত্রজীবন  ও অধ্যবসায়

 অধ্যাবসায় ছাড়া ছাত্রজীবন পূর্ণতা পায় না।  যেকোনো মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রী অধ্যবসায় দাঁড়া জীবনকে ধন্য করতে পারেন।  অধ্যাবসায় নিকট প্রতিভা চিরদিনই পরাজিত। অধ্যবসায় যাদের আছে,  জীবন তাদের ঠেকিয়ে রাখতে পারে না।  বিজ্ঞানী নিউটন বলেছেন-

 

“ প্রতিভা বলে কিছু নেই,  পরিশ্রম করিয়া যাও  প্রতিভাকে অগ্রহ করিতে পারিবে।”

 

 ছাত্র জীবনে সময়ের মূল্য

 সময় এর আরেক নাম সম্পদ।  ছাত্র জীবনে সময়ের মূল্য সর্বাপেক্ষা বেশি।  পড়াশোনার জন্য কতটুকু সময় ব্যয় করলে সেটা বড় কথা নয়।  কতটুকু শিখতে পারলে,  সেটাই বড় কথা।  অনেক  অপ্রত্যাশিত বাধা আসতে পারে,  কিন্তু তাই বলে রুটিন ভাঙলে চলবে না।  সবকিছু রুটিন অনুযায়ী করার চেষ্টা করতে হবে।  সময়কে অবহেলা করলে এই সময়ই সর্বাপেক্ষা কঠোর পরিশোধ নেয়। মানুষ হারিয়ে ফেলে জীবনের গতি।  তাই ছাত্রজীবনের সময়ের মূল্য দেয়া একান্ত দরকার।  এজন্যই হয়তো জেমস ওয়াট বলেছেন-

“Time and tide wait for none”  সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। 

 

লেখাপড়ার জন্য পরিবেশ

 ছাত্র জীবনের এক প্রধান সমস্যা পরিবেশ।  অধিক ছাত্রদের এই বলতে শোনা যায়--  লেখাপড়া পরিবেশ নেই।  মূলতঃ  এগুলো হলো পড়াশোনায় ফাঁকি দেয়ার কৌশল ছাড়া আর কিছু নয়।  লেখাপড়ার জন্য পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হবে।  জীবনটা অনেক কঠিন এ কথা চিন্তা করে পরিবেশ নিয়ে না ভেবে পড়ালেখা করলেই সব কিছু লাভ করা যায়।   জীবন হোক সুন্দর।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তার পাশে লাইট পোষ্টের নিচে পড়াশোনা করেছেন।

 

কঠিন পড়া কে আয়ত্ত করার কৌশল

 নেপোলিয়ান বলেছেন-

“ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।”-  

নেপোলিয়নের উক্তিটি বাস্তব সত্য। 

 

 কঠিন কোন কিছুই নেই।  আমরাই কঠিন তাই কিছু আমরা আয়ত্ত করতে পারিনা।  চেষ্টা করলে সবকিছুই সম্ভব।  বিরামহীন চেষ্টা মানুষকে সাফল্যে পৌঁছে দেয়।  কঠিন পড়া সহজ করে বুঝতে চেষ্টা করবে।  তাহলে দেখবে সহজ হয়ে যাচ্ছে।  নিয়মিত পড়াশোনা করলে কঠিন পড়া বেশিদিন কঠিন মনে হবে না।

 

 হতাশা ও ছাত্রজীবন

 ছাত্র জীবনের অভিশাপ।  তাই অভিশাপ থেকে পরিত্রাণ পেতে হলে নিয়মিত পড়াশোনা ও ব্যায়াম করা জরুরি।

 “ একবার না পারিলে দেখো শতবার”-  

এই মনোভাব নিয়ে এগিয়ে যাবে। 

 

 পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার কৌশল

 পরীক্ষায় বেশি নাম্বার সবাই পেতে চায়।  অনেকে হাজার চেষ্টা করেও বেশি নাম্বার পায়না।  এর কারণ তাদের পদ্ধতিগত ভুল।  পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে যা করনীয়-

 

১) To the point-  এ  উত্তর লেখা

2)  সাধু চলিত মিশ্রিত না হওয়া

3)  বাংলা ইংরেজি বানান শুদ্ধ করে লেখা

4)  হাতের লেখা সুন্দর হওয়া

5)  পরীক্ষার খাতা পরিচ্ছন্ন হওয়া

 

 পরীক্ষা প্রস্তুতি

 বেশি বেশি পরীক্ষা দেয়ার মাধ্যমে একমাত্র পরীক্ষা প্রস্তুতির সঠিকভাবে সম্পন্ন করা যায়।  পরীক্ষার হলে যাবার পূর্বে একাডেমিক কার্ড সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া একান্ত বাঞ্ছনীয়।  জীবনটা হল  পরীক্ষাক্ষেত্র।  হল সফলতার চাবিকাঠি।

 

জীবনকে তুমি যদি ভালোবাসো তবে সময়ের অপচয় করো না,

কারন জীবনটা সময়ের সমষ্টির দ্বারা তৈরি। - ফ্রাঙ্কলিন 


Akul Vai

25 Blog posts

Comments